
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জে লাইফ কেয়ার হাসপাতালের সপ্তম বর্ষপূর্তিতে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার পাওখালীস্থ অত্র প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারী শেখ ইকবাল আলম বাবলু। এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন সহ চিকিৎসকবৃন্দ, লাইফ কেয়ার হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মী কর্মকর্তাবৃন্দ ও সূধীবৃন্দ।