
নিজস্ব প্রতিবেদক: শহরের পারকুখরালী ঈদগাহ বাজার থেকে কেরাম বোর্ডের জুয়া খেলার সময় তুহিন নামে এক জুয়ার বোর্ড পরিচালনাকারী জুয়ারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে কেরাম বোর্ডসহ তাকে আটক করা হয়। পারকুখরালী ঈদগাহ বাজারের ব্যবসায়ীরা জানায়, এখানে প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেরাম বোর্ডে জুয়া পরিচালনা করে একাই এলাকার আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম ও মৃত তাসের আলী সরদারের ছেলে তুহিন। সন্ধ্যা থেকে অধিক রাত পর্যন্ত কেরাম বোর্ডে জুয়া খেলার পাশাপাশি মাদক বিক্রি ও সেবন চলে। এলাকার উঠটি বয়েসের ছেলেরা মাদক সেবন ও জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছে। ফলে চুরি ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে। জুয়া পরিচালনাকারী ও তাদের সহযোগিরা এতই ভয়ংকর এলাকাবাসী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়না। শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ তুহিনকে কেরাম বোর্ডসহ আটক করে। অপর জুয়ার বোর্ড পরিচালনাকারী রফিকুল ইসলামককে আটক করতে পারেনি। এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, যেখানে মাদক জুয়ার আসর বসবে সেখানেই পুলিশি অভিযান চালিয়ে জুয়ারি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করা হবে।