প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলায় যুব নেতৃত্বে উপজেলা সমাজসেবা অফিসের ভাতা গ্রহনে অনলাইনে আবেদন করার বিষয়ে বিভিন্ন স্থানে মাইকে প্রচার করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে সদর উপজেলার বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ও যৌথ উদ্যোগে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে সাতক্ষীরা সদর উপজেলায় যে সকর ব্যাক্তি এখন ও বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পাননি তাদেরকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভাতার আবেদন করার জন্য মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়েছে। সরকারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপজেলা সমাজসেবা একটি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। সমাজসেবা অফিসের যে সকল ভাতা প্রদান করাহয় সেগুলো যাহাতে সকলেই জানতে পারে তারই প্রেক্ষিতে এই প্রচারণা। আগামী ১০ সেপ্টেম্বর-২৩ এর পর আর কোন অনলাইন আবেদন গ্রহন করা হবে না এজন্য এই সময়ের মধ্যে যাহাতে উক্ত ক্যাটাগরির ব্যাক্তিরা আবেদন করতে পারে সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। প্রচারে অংশগ্রহন করেন সাতক্ষীরা ইয়ুথ হাবের এক্টিভিস্টা সদস্যবৃন্দ।