
দেবহাটা ব্যুরো: দেবহাটায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় ২০১৯-২০ অর্থ বছরে গ্রামীন মাটির রাস্তা সমুহ টেকসই করনের লক্ষ্যে তিনটি প্যাকেজে বরাদ্দকৃত প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের চারকুনি, পারুলিয়া ইউনিয়নের চালতেতলা ও সখিপুর ইউনিয়নের মাঘরীতে তিনটি রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করন প্রকল্পে দাখিলকৃত দরপত্রের যাচাই বাছাই শেষে লটারী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দেবহাটা উপজেলা সম্মেলন কক্ষে দরপত্র দাখিলকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন কমিটি এবং দরপত্র মুল্যায়ন কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লটারী অনুষ্ঠিত হয়। দরপত্রের লটারীর মাধ্যমে ক্রমান্বয়ে সাতক্ষীরার রাজার বাগানের মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ, বাঁকালের সৈয়দ শাহিনুর আলী ও কালীগঞ্জের শেখ সাদিকুর রহমানের ঠিকাদারী প্রতিষ্ঠান উল্লেখিত তিনটি রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করনের দায়িত্ব পায়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাজিয়া আফরীন, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ দরপত্র দাখিলকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং দরপত্র মুল্যায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।