
নজরুল ইসলাম, তালা: তালা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল তালাঅফিস প্রধান বিজয়টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক এসএম নজরুল ইসলামের দুই জমজ নাতী মুহা. ঈমাম হাসান, মুহা. ঈমাম হুসাইন এর ৮ম শুভ জম্মদিন পালিত হয়েছে। উক্ত জম্মদিন পালন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন সাবেক এনার ও সাবেক মন্ত্রী সাংবাদিক সৈয়দ দিদার বখত্, তালা প্রেসক্লাবের শেখ আব্দুস সালাম, এমএ মান্নান, যমুনা টিভি আকরামুল ইসলাম, এসএম হাসান আলী বাচ্চু, মো. সোহাগ মোড়ল, মো. লিটন হুসাইন, মো. ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, মো. সাগর মোড়ল, মো. শাহিন, মাও. মুহা. জালাল উদ্দীন সাহেব, মাও. মুহা. আলতাফ হুসাইন, জাতীয় ছাত্রসমাজ নেতা মুহা. ইউনুস আলী সরদার, মিস জান্নাতুল ফেরদৌস মাওয়া, মুহা. ইকবল হোসেন শেখ, মুহা. জহর হাসান সাগর, মুহা. সাগর মোড়ল, মো. রুহুল আমিন মোল্যা। খতমে কোরআন তেওয়াত মিলাদ মাহফিল ও দোয়ানুষ্টানের মধ্যদিয়ে ৮ম জম্মদিন পালিত হয়।