
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে ৩০০ বছরের ঐতিহ্যবাহী কাটুনিয়া রাজবাড়ী গোবিন্দদেব জিউ মন্দিরের জায়গা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের প্রত্যক্ষ মদদে কলেজ কর্তৃক প্রাচীর নির্মান করে অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট বুধবার বিকালে রতনপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী জনগন এর আয়োজনে ঐতিহ্যবাহী কাঠুনিয়া রাজবাড়ী গোবিন্দদেব জিউ মন্দিরে জায়গা অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে এলাকার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করেন। মানববন্ধন প্রতিবাদ কর্মসূচিতে এ সময় বক্তারা অবৈধ ভাবে মন্দিরের জায়গা দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন কর্মসূচি শেষে উপস্থিত ব্যক্তিদের সর্বসম্মত সিদ্ধান্তে অরূপ কুমার কে সভাপতি ও বিক্রম পাত্রকে সম্পাদক করে কাটুনিয়া রাজবাড়ী গোবিন্দ দেব জিউ মন্দির কমিটি ঘোষণা করা হয়।