
নিজস্ব প্রতিবেদক: রেকর্ডীয় ও ভোগদখলীয় বসত ভিটা থেকে প্রতিবন্ধী আবুল কাশেম কে উৎখাত করার পায়তারা চালাচ্ছে তার ভাই আব্দুল খালেক। প্রতিপক্ষ আব্দুল খালেক বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে হয়রানী করাচ্ছেন বলে অভিযোগ আবুল কাশেমের। ফলে আতঙ্কে দিন কাটছে তার পরিবারের।
ঘটনার বিবরণে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার রামদেবপুর মৌজার ৭৬৩ নং খতিয়ানে ২৮৩৫ ও ৪৫৪২ দাগে ৩৪ শতক সম্পত্তির মালিক মৃত মাতব্বর ডাক্তারের দুই পুত্র তফিলউদ্দীন সরদার ও জামালউদ্দীন সরদার। তফিলউদ্দীন সরদারের পুত্র আবুল কাশেম পৈত্রিক সুত্রে ৩.২০ শতক সম্পত্তি প্রাপ্ত হয়েছেন। যে জমিতে দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় তিনি বসত ঘর ও দোকান নির্মাণ করে শান্তিপূর্ণভাবে পরিচালনা করে আসছেন। তফিলউদ্দীন একজন শারীরীক প্রতিবন্ধী ও অসহায় হওয়ায় তার ভাই আব্দুল খালেক ও তার পুত্র শফিকুল ইসলাম শফি বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আবুল কাশেমকে সম্পত্তি থেকে উচ্ছেদ করার অপচেষ্টা চালাচ্ছেন। এমনকি তারা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে আবুল কাশেমকে হয়রানী করাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে আবুল হোসেনের বক্তব্য তিনি তার প্রাপ্য ৩.২০ শতক জমির বেশি কোন জমি ভোগ দখল করছেন না।
নিজের সম্পত্তি রক্ষা ও জানমালের নিরাপত্তার জন্য প্রশাসন ও মানবাধিকার সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষন করেন শারীরীক প্রতিবন্ধি আবুল কাশেম।