সাতনদী ডেস্ক: তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (১০ আগস্ট) খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এঁর সভাপতিত্বে জুলাই ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম’র নিকট হতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান পুরস্কার গ্রহণ করেন। এসময় কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএমকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উল্লেখ্য, ইতিপূর্বে তিনি মাগুরা সদর থানায় কর্মরত থাকাকালীন খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং কলারোয়া থানায় জুন ২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
টানা তিনবারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান
পূর্ববর্তী পোস্ট