
কামরুল হাসান, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জেএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে স্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য ওসমান গণি। অনুষ্ঠানটি সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য গোলাম সরোয়ার, সাবেক অভিভাবক সদস্য নুরুল আমিন, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আক্তার, সিনিয়র শিক্ষক আজিজুর রহমানম, আ: রউফ, শফিকুল ইসলাম, স্বপন সরকার, শিরিনা আক্তার, আ: সালাম, শুভংকর মজুমদার, শফিকুল ইসলাম, বিকাশ ঘোষ, বদরুজ্জামানসহ শিক্ষার্থীবৃন্দ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাও: আয়ুব হোসেন। উল্লেখ্য, আগামী ২ নভেম্বর শনিবার অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষায় এ বছর সিংগা হাইস্কুল থেকে ৭৯ জন ছাত্র ও ৪৭ জন ছাত্রী মোট ১শ’২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এদিকে, কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত ”বিজয় ফুল তৈরী’সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় যথা কবিতা রচনা (গ বিভাগ) এ প্রথম স্থান অধিকার করেছে ১০ শ্রেণির মেধাবী ছাত্র আল মামুন, কবিতা আবৃত্তি ( গ বিভাগ) প্রথম হয়েছে ১০ শ্রেণির ইব্রাহীম হোসেন, একক অভিনয়ে (গ বিভাগ) প্রথম হয়েছে ১০ শ্রেণির মেধাবী ছাত্র আশানুর রহমান ও একক অভিনয়ে (খ বিভাগ) প্রথম স্থান অধিকার করেছে ৭ম শ্রেণির মেধাবী ছাত্রী আফরোজা খাতুন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত ’বিজ্ঞান বিষয়ক’ ক্যুইজ প্রতিযযোগীতায় দলগত অংশগ্রহণে উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সিংগা হাইস্কুলের শিক্ষার্থী দল প্রথম স্থান অধিকার করেছে বলে জানা গেছে।