নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আকর্ষণ কম্পিউটার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল ৫টায় শহরের আল-বারাকা কম্পিউটার মার্কেটে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকালী ইমরান খানের সভাপতিত্বে ও সাকিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আকর্ষণ কম্পিউটারের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোনায়েম হোসেন মাসুম, পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা শেখ আবির হোসেন অভি প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাও. মো. আনোয়ার হোসেন।