সাতনদী ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, প্রচার অভিযান ও স্কুল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। বুধবার (২ আগস্ট) সকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিম শহরের সুলতানপুরে এই ক্যাম্পেইন পরিচালনা করে। এসময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা সুলতানপুর এলাকার বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে। এসময় ডেঙ্গু প্রতিরোধে করণীয় তুলে ধরে মানুষকে সচেতন করা হয়। ক্যাম্পেইন পরিচালনা করেন শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান, সদস্য সাহেদ হাসান, নাজমুল ইসলাম, আব্দুর রহমান, তায়েব হাসান, বারসিকের যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।
ডেঙ্গু প্রতিরোধে বারসিক ও শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিমের ক্যাম্পেইন
পূর্ববর্তী পোস্ট