মো. হাফিজ: বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাংবাদিক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় কামালনগর সড়ক জামে মসজিদের উত্তর পাশে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাংবাদিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আংশিক কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি ডা. এস এম বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক ডা. মোস্তফা জামান। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাংবাদিক অ্যাসোসিয়েশন এর আহবায়ক সুব্রত বিশ্বাস। সদস্য সচিব মোহাম্মদ আজগার আলীসহ পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমূলক কাজ সকলের কাছে তুলে ধরে একতাবদ্ধ হয়ে সংগঠনের কাজ করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সাংবাদিক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি’র আংশিক কমিটি গঠন
পূর্ববর্তী পোস্ট