
সাতনদী ডেস্ক: “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দিন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাব। মঙ্গলবার (১ আগস্ট) সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সভাপতি ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে এ বৃক্ষ রোপন করা হয়। এসময় ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের কর্মকর্তা ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।