
রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন (৩৫)সহ মোট ৭ জন আটক করা হয়েছে। গতকাল রাতে কলারোয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সবুজ হোসেন (৩২), শামীমুর রহমান দোয়েল (৩৮), জিএম তিতুমীর (২৮), মাসুম বিল্লাহ (২৫), মেহেদী হাসান (৩০) ফরহাদ হোসেন (৩০) এবং অন্যান্য মামলায় আরো তিনজনকে আটক করা হয়, তারা হলেন, ১৪ বোতল ফেনসিডিলসহ আটক রুবেল হোসেন, পুলিশ আইনের ৩৪ ধারায় আসামী হাসানুজ্জামান (২৫), রিফাত (২০) কে আটক করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।