
(পর্ব -১)
সাতনদী ডেস্ক: সাতক্ষীরায় সংবাদ প্রকাশের পরপরই কাক ডাকা ভোর থেকে শুরু হয় একটি চক্রের দৌরঝাপ। সচেতন মহল তাদের নাম দিয়েছে প্রতিবাদ সংগ্রহকারী চক্র! প্রতিদিন সকালে তাদের প্রথম কাজ সাতক্ষীরার স্থানীয় পত্রিকাগুলো সংগ্রহ করা এবং যাদের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ হয় তাদের কাছে ছুটে যাওয়া। যার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয় সাংবাদিক পরিচয় দিয়ে তার সাথে যোগাযোগ করেন এবং আরো বিভিন্ন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদটি প্রকাশ হবে এমন ভয়ভীতি দেখিয়ে প্রতিবাদ দেওয়ার নামে মোটা অংকের অর্থ আদায় করে চক্রটি। একাধিক ভুক্তভোগি জানান, সাতক্ষীরার স্থানীয় সংবাদপত্রগুলোতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথে একটি চক্র তাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং সার্বিক সহযোগিতার আশ^াস দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। ভুক্তভোগিরা এ চক্রকে মোটরসাইকেল পার্টি বলেও আখ্যায়িত করেন। ৮-১০ জনের এই চক্রটি জেলাব্যাপী এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ চক্রের সদস্যদের সাথে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সুসম্পর্ক থাকায় তারা এহেন কর্মকাণ্ড করতে দ্বিধাবোধ করে না। সচেতন মহলের দাবি এখনই এদেরকে আইনের আওতায় এনে প্রতিহত না করলে এ অপরাধ কর্মকাণ্ড আরো বৃদ্ধি পাবে।
(বিস্তারিত: ২য় পর্বে)