
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তুফান কনভেনশন সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “খুব সুন্দরভাবে ও স্বচ্ছতার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ্যের সৈনিক প্রয়োজনে আমাদের দলের জন্য রক্ত দিতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে।” সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি শাহ্ জালাল মুকুল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শেখ নাজমুল হক রনি।