সাতনদী ডেস্ক: ‘সচেতন হউন, ডেঙ্গু পরিরোধ করুন’ স্লোগানে তালায় ডেঙ্গু পরিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার উপজেলার খেশরা ইউনিয়নে সামাজিক সেচ্ছাসেবী সেবামূলক সংগঠন ছাত্র ঐক্য ফাউন্ডেশন’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে খেশরা ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড পর্যায়ে স্কুল, বাজার ও মসজিদে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু পরিরোধ করার কার্যক্রম এবং ২য় দিন মুড়াগাছা আদর্শ বাজার, শাহপুর নিলিবিরি বাজার এবং হরনগর পুরাতন বাজারে ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা মুলক কার্যক্রম পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেন ছাত্র ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো. আজমীর হোসাইন হৃদয়, সহ সভাপতি মো. মাসুস মোড়ল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি ইসলাম জয়, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তৌহিদ আলম, সদস্য জহিরুল হাসান, তাছিন লিমন, আশরাফুল ইসলাম, সরদার শাহরিয়ার, বিল্লাহ গাজি, আপন, আতার আলি, মেহেরাজ ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
তালায় ডেঙ্গু পরিরোধে জনসচেতনতা সৃষ্টি
পূর্ববর্তী পোস্ট