বিশেষ প্রতিবেদক, তালা: তালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় খরিপ-১ মৌসুমে বাস্তবায়িত আউশ ধান প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকালে তালার শিবপুরের কৃষক রফিকুল ইসলাম খাঁ’র আউশ ধানের প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে আবু জাফর এর বাড়ি সংলগ্ন ও প্রদর্শনী প্লট সংলগ্ন মাঠে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের আলোচনা সভায় তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আফরোজা আক্তার রুমা। কৃষক মো. ইউনুচ আলী সরদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসমা তারা সেতু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসমা আহম্মেদ, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক।
তালায় আউশ ধানের মাঠ দিবস
পূর্ববর্তী পোস্ট