আব্রাহাম লিংকন, শ্যামনগর: জাতীয় শ্রমীকলীগ শ্যামনগর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শ্যামনগর মাইক্রোস্টান্ডে শ্রমিক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা শ্রমিকলীগের নব কমিটির সভাপতি কামরুল হায়দার (নান্টু)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আওয়ামীলীগের আব্দুলাহ সরদার, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল (বিবিসি)। রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতিত পাবন, নুর মোহাম্মদ মানিক। এসময় শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুর রহমান (বাবু)।