নিজস্ব প্রতিবেদক, তালা: গত ২৮জুন সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটায় উলামা মাশায়েখ ও সর্বস্তরের তাহহিদী জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই ) বেলা ১১ টায় শত শত মুসল্লী ছিদ্দিকিয়া মাদরাসা থেকে বের হয়ে বিক্ষোভ সমাবেশ অংশ নেয়। পরে সমাবেশটি পুলিশি বাঁধার মুখে পড়ে জনতা ব্যাংকের সামনে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। ছিদ্দিকিয়া মাদরাসার মুহতামিম মাও. মনিরুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম, মোশারাফ হোসেন, মঈনুদ্দীন বোখারী, সমাজ সেবক আব্দুরব পলাশ প্রমুখ। এসময় বক্তারা, কুরআন অবমাননাকারী সুইডেন সরকারের সকল পণ্য বর্জন করতে সরকারের প্রতি আহবান জানান। এছাড়া যারা কুরআনের অবমাননা করবে তাদের বিরুদ্ধে সব সময় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
কোরআন পোড়ানোর প্রতিবাদে পাটকেলঘাটায় বিক্ষোভ সমাবেশ
পূর্ববর্তী পোস্ট