
আব্দুর রশিদ: সুলতানপুর বড় বাজারে ওজনে কম দেওয়ায় মুরগী ব্যবসায়ী ইদ্রিস আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ওজনে কম দেওয়ায় এ জরিমানা আদায় করেন। ইটাগাছা বাঙালের মোড় এলাকার বেল্লাল হোসেন জানান, আমি গতকাল বড় বাজারে ইদ্রিস এর মুরগীর দোকান থেকে ৫ কেজি ২শ গ্রাম ওজনের একটি মুরগী ক্রয় করি। এসময় ওজনে আমার সন্দেহ হলে পাশর্^বর্তী দোকান থেকে মেপে দেখি সেটির ওজন ৪ কেজি ৫শ গ্রাম। এসময় আমি ভোক্তা অধিকারে ফোন দিলে তাৎক্ষণিক কর্মকর্তারা এসে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে। এব্যাপারে আমি সাধারণ মানুষদের সচেতন হওয়ার অনুরোধ করছি।