
শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে রাতের আধারে ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে এক পরিবারের সবাইকে অচেতন করে স্বর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে দেউলদিয়া গ্রামে আহম্মাদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবারে নারী শিশুসহ ছয় জন গুরুত্বর অসুস্থ অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরিবারের বরাত দিয়ে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ এ কে ত্রম জাফরুল আলম বাবু বলেন, রাতে সবাই ঘুমের মধ্যে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে নগদ ১ লাখ টাকা, দেড় লাখ টাকা মূল্যের একটি স্যামসাং ব্রান্ডের মোবাইল সেট ও ছয় ভরি স্বর্ণালংকারসহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা। শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।