
নজরুল ইসলাম, তালা:
তালায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার সময় তালার গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে “গাছে গাছে ভরবো দেশ, সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঋণ গ্রহীতা সদস্যদের মাঝে ৫০ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তালার গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাবস্থাপক পরিতোষ কুমার রায়, সহকারী শাখা ব্যাবস্থাপক এতিন মন্ডল, অফিসার কাওছার আলী, রাশেদুল ইসলাম, কৌশিক রায়, জয়ন্তী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গ্রামীণ ব্যাংক তালা শাখার ঋণ গ্রহীতা সদস্যদের সন্তান মধ্যে ১০ জন মেধাবী স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ বিতারণ করা হয়। এদিকে, একই কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক তালা শাখার অধীন জালালপুর শাখায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশব্যাপী ২০ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর ধারাবাহিকতায় অক্টোবর পর্যন্ত ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হবে।