সাতনদী ডেস্ক: সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান’র সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে কলারোয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ১৮ জুন ভোর ৪টার দিকে এসআই (নিঃ) মেহেদী হাসান, এএসআাই (নিঃ) গোপাল চন্দ্র বৈদ্য, এএসআই (নিঃ) রাসেল আলী, এএসআই (নিঃ) বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিংগা বাজারাস্থ তিন রাস্তার মোড় থেকে ৬শ পিচ ইয়াবা ট্যাবলেট ফিরোজ হোসেন রিপন (৩২) ও শিউলি বেগম (৪০) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১০(ক) এর একটি নিয়মিত মামলা হয়। কলারোয়া থানার মামলা নং-২৫, তারিখ- ১৮/০৬/২০২৩।