আবু হাসান, কেশবপুর থেকে: কেশবপুরে উপজেলার বিভিন্ন স্থানে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ জুন) উপজেলার ৯নং গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের হলরুমে কার্ডধারীদের মাঝে এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয়। সকাল ৯টায় গৌরীঘোনা ইউ’পি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৬৭ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩৬০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল। বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ। গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এ সময় ইউপি সদস্য সহ সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষের নাভিশ্বাস উঠেছে ঠিক সেই সময় একটু হলেও স্বস্তি নিয়ে হাজির হয়েছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
গৌরীঘোনায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট