
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) এসএম মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) সকাল ১০ টায় তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবক এবং এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সোলাইমান আহমেদের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য মুনসুর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শওকত আলী, মোসলেম উদ্দিন, সুমিতা, মো. গফফার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মনিরুল ইসলাম কর্তৃক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে শিক্ষক মোর্তজা আলম লিটনকে ফাঁসানো হয়েছে। দীর্ঘ দিন ধরে চলে আসা শিক্ষকদের দ্বন্দের জেরে শিক্ষক মোর্তজা আলম লিটনকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। যা বিদ্যালয়ের মান ক্ষুন্ন হয়েছে। বক্তারা আরো বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী মৌরিনা তাছনিমকে টাকার প্রলোভন দেখিয়ে একজন শিক্ষকের নামে এমন জঘন্য মামলা দিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। উল্লেখ্য, প্রধান শিক্ষক রেজাউল করিম ঐ স্কুলে ২০১০ যোগদান করে এ পর্যন্ত ১৭/২০ লক্ষ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে।