
প্রধান প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ভূমি অফিসে গণশুনানী করেছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেলে ভূমি অফিস চত্বরে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। ভূমি সংক্রান্ত সমস্যা ও সমাধান শীর্ষক এ গণশুনানিতে ঘন্টাব্যাপী জণগণের কথা শোনেন জেলা প্রশাসক।
গণশুনানীকালে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, যারা খাস জমি দখল করে রয়েছে তাদের বুকের মধ্য থেকে অপারেশন করে জমি বের করে আনবো। করা দখল করে রয়েছে আপনারা তালিকা দিন। আলিপুর ইউনিয়নে খাস জমিগুলো সব ভূমিহীনদের মাঝে বন্টন করা হবে। প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন, বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। ভূমি অফিসে কোন প্রকার হয়রানি চলবে না। সরকারি ফিসের বাইরে কেউ কোন টাকা চাইলে আমাকে জানাবেন সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, কয়েকদিন আগে দূর্ণীতির দায়ে ধূলিহর ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন ভূমি অফিসে নায়েব, অফিস স্টাফ ছাড়া বাইরের কেউ থাকবে না। থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দালালদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক বলেন, ভূমি অফিসে কোন দালাল থাকবে না। দালালদের ক্রসফায়ার দেওয়া হবে। সাতক্ষীরার সকল কর্মকর্তা-কর্মচারি ইতোমধ্যে দূর্ণীতিমুক্ত শপথ করেছেন। কেউ দূর্ণীতি করবে না। আমরা বলতে চাই, সাতক্ষীরা জেলা প্রশাসন ও সকল সরকারি অফিস দূর্ণীতিমুক্ত।
গণশুনানিতে আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ অংশ নিয়ে তাদের সমস্যা তুলে ধরেন।
এ সময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীসহ সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।