
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হকার শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন খুলনা সংবাদপত্র হকার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তারুকদার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু গাজী। সদর উপজেলা হকার শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাবান আলী, সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ, সহ-সেক্রেটারি জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন, কার্যকরী সদস্য আব্দুস সালাম, মকবুর, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, রোকনুজ্জামান, আরিফুর রহমান ও আবু রায়হান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সংবাদপত্র বিলি বণ্টন খুবই পরিশ্রমের কাজ, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে একজন হকার পাঠকের হাতে সংবাদপত্র পৌঁছে দেন। অতএব আমার হকারের উপর কোন পত্রিকা কর্তৃপক্ষ বা এজেন্ট জুলুম করলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। তিনি সকল ভয়ের উর্ধে থেকে সাহসিকতার সাথে কাজ করার আহ্বান জানান। অধিকার আদায়ে এক চুল ও ছাড় নয়, দেশের সকল জেলায় কমিশন এক হলেও সাতক্ষীরায় কমিশন কম দেওয়া হয় কেন প্রশ্ন রেখে তিনি বলেন পাঠক কোন পত্রিকা পড়বে সেটা পাঠকের মর্জি, কেউ জোরপূর্বক হকারদের দ্বারা ইচ্ছা মত পত্রিকা বণ্টন করাতে পারবেনা। হকারদের অধিকার আছে সকল পত্রিকা বিক্রয় করার, এক্ষেত্রে কারও ইচ্ছার তোয়াক্কা না করে পাঠকের চাহিদা মত পত্রিকা সরবরাহের আহ্বান জানান।