জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমনে আব্দুল ওয়াজেদ গাজী (৪৫) নামে এক জেলে গুরত্বর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা সংলগ্ন দারগাং খালে কাঁকড়া ধরার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ছোট ভেটখালী গ্রামে মৃত জব্বার গাজীর ছেলে।
আহতের ছোট ভাই লিয়াকত গাজী জানান, দারগাং খালে কাঁকড়া ধরার সময় হঠাৎ একটি হিংস্র বাঘ নৌকার উপরে তার ভাইয়ের উপরে ঝাপিয়ে পড়ে। এসময় পাশে থাকা গরানের লাঠি দিয়ে বাঘটিকে উপর্যপরি আঘাত করার একপর্যায়ে বাঘটি তার ভাইকে ছেড়ে দিয়ে সুন্দরবনে পালিয়ে যায়। এঘটনায় তার ভাই পিঠ ও মাথার পিছনে গুরত্বর আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে।
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষন (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী ওই জেলে বাঘের আক্রমনে আহত হয়েছেন এমন খবর শুনেছি। তবে ওই জেলের সুন্দরবনে প্রবেশের বৈধ অনুমতি ছিল না।