
দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুর্ব শত্রুতার জেরে নুরুন্নাহার (৪৩) নামের এক বিধবা নারীর আম বাগানের প্রায় ২০ টি ফলজ গাছের শতাধিক ডাল কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালে দেবহাটার চকমোহাম্মাদ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ বিধবা নারী নুরুন্নাহার চক মোহাম্মাদ আলীপুর গ্রামের মৃত নজরুল ইসলাম খানের স্ত্রী। এ ঘটনায় বুধবার তিনি বাদী হয়ে প্রতিপক্ষ চক মোহাম্মাদ আলীপুর গ্রামের আমিরুল ইসলাম ডাবলু ও তার ছেলে বোরহান উদ্দীন খান রিপন সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগে জানা গেছে, চক মোহাম্মাদ আলীপুর গ্রামে বসতভিটা সংলগ্ন বিধবা নারী নুরুন্নাহারের স্বামী মৃত নজরুল ইসলাম খানের নামীয় ৩০ শতক পরিমান জমি রয়েছে। যেখানে আমের বাগান করে সন্তান নিয়ে দিন যাপন করেন নুরুন্নাহার। কিন্তু স্বামী না থাকায় দেবর আমিরুল ইসলাম ডাবলু ও তার পুত্র বোরহানউদ্দীন খান রিপন নুরুন্নাহারের দখলীয় জমিটি দখলে নেয়ার জোর প্রচেষ্টা চালিয়ে আসছে। গত শুক্রবার সকালে আমিরুল ইসলাম ডাবলু ও তার পুত্র বোরহানউদ্দীন খান রিপন নুরুন্নাহারের দখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে জোরপুর্বক তার আম বাগানের প্রায় ২০ টি ফলজ গাছের শতাধিক ডাল কেটে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে বুধবার দেবহাটা থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।