
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আলোচিত কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বাস-মিনিবাস মালিক সমিতি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে উভয় পক্ষ আদালতে পৃথক দু’টি দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে।
জানা যায়, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদকে ১নং আসামী করে আরো ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সাতক্ষীরা আমলী আদালত-১ অঞ্চলে বাসটার্মিনালের শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। দ্রুত বিচার সংশোধন আইনের ২০১২ তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৮৫/৩৮৭/৩৩৭/৩৭৯/৪২৭/১১৪ পেনাল কোডের ধারামতে আদালত মামলাটির গুণাগুণ করে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জকে আদেশ দিয়েছেন।
সাতক্ষীরা আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজওয়ানুজ জামান বাদীর জবানবন্দি শোনার পর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্য সদর থানার অফিসার ইনচার্জকে আদেশ দেন।
অপরদিকে, সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে মালিক সমিতির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় হত্যা চেষ্টা চাঁদাবাজীসহ দ্রুত বিচার আইনে আরো একটি কাউন্টার মামলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সাতক্ষীরা আমলী আদালত-১ অঞ্চলে শ্রমিক নেতা জাহিদুল বাসার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানার অফিসার্স ইনচার্জকে আদেশ দেন। এতে আসামী করা হয়েছে বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক গোলাম মোরশেদসহ ১১ জন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সাতক্ষীরার আলোচিত কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বাস-মিনিবাস মালিক সমিতি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের হলো।