
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় চার কেজি গাাঁজাসহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার রায়পুর থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইকরামুল ইসলামের ছেলে আফতাবুজ্জামান (২০) ও একই উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের মোশারফ গাজীর ছেলে শাওন হোসেন (২৩)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রায়পুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চার কেজি গাঁজাসহ উক্ত দুই মাদক ব্যাবসায়িকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।