নিজস্ব প্রতিবেদক, তালা:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় আশিক (২৫) নামে এক যুবকের প্রানহানি ঘটেছে ওই সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা দুই আরোহী। শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের শাকদাহ নামক এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত আশিক কলারোয়া উপজেলার কাজীর হাটের সামছুর রহমানের ছেলে। আহতরা হলেন-সদর উপজেলার মাগুরা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে ইমন হোসেন (২৪) ও একই এলাকার মশিয়ার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান শিমুল(২৩)।
আহত শিমু্ল জানায়, নিহত আশিক তার খালাতো ভাই। সে পারিবারিক দাওয়াতে তাদের বাড়িতে বেড়াতে আসে। ইফতারের পর তিনজনে মোটর সাইকেল যোগে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। যাওয়ার পথে শাকদাহ ব্রিজ নামক স্থানে পৌঁছালে নির্মাণাধীন রাস্তায় পড়ে থাকা বালিতে পিছলে দূর্ঘটনাটি ঘটে। এ সময় আশিক (২৫) গুরুতর আহত হয় । পরে তাকে স্থানীয়দের সহয়তায় সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সড়ক দূর্ঘটনার কথা তিনি শুনেছেন। আহতরা সাতক্ষীরা হাসপাতালে ভর্তি ছিল। এরপর আর কিছু জানা নেই।