নড়াইল সংবাদদাতা:
নড়াইলে প্রধানমন্ত্রী কর্তৃক জেলার তিন উপজেলায় আরো ৭৭টি আশ্রয়হীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্প-২ এর তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নির্মিত এসব ঘর এবং বন্দোবস্তকৃত জমির কাগজপত্র উপকারভোগি পরিবারের কাছে হস্থান্তর করেন।
নড়াইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব ঘর এবং বন্দোবস্তকৃত জমির কাগজপত্র উপকারভোগি পরিবারের কাছে হস্থান্তর করা হয়। নড়াইল সদরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সহকারী কমিশনার সদর (ভূমি) সেলিম আহমেদ প্রমূখ।
জেলার তিন উপজেলায় আরো ৭৭টি আশ্রয়হীন পরিবারের মধ্যে সদর উপজেলায় ২৪টি, লোহাগড়ায় ১০টি এবং কালিয়া উপজেলায় ৪৩টি রয়েছে।