
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলার সকল উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) বেলা ১১টায় বিসিডিএস ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক এস এম কবির উদ্দিন বাবলু।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য কাজী আক্তার হোসেন, জিল্লুর রহমান জুয়েল, আনিসুর রহমান, সদর উপজেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন খান, যুগ্ম আহবায়ক রেজাউল করিম, কলারোয়া উপজেলা কমিটির আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ আক্তারুজ্জামান, পাটকেলঘাটা থানা কমিটির আহবায়ক মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক উৎপল কুমার, তালা উপজেলা কমিটির আহবায়ক আব্দুস সবুর, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, আশাশুনি উপজেলা কমিটির আহবায়ক মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক তুলশী চন্দ্র পাল, দেবহাটা উপজেলা কমিটির আহবায়ক দেব কুমার, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক গাজী আব্দুর রশীদ, যুগ্ম আহবায়ক মমিনুর রহমান, শ্যামনগর উপজেলা কমিটির আহবায়ক সাঈদ উজ জামান, যুগ্ম আহ্বায়ক দবির উদ্দীনসহ নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।