
শ্যামনগর প্রতিনিধিঃশ্যামনর থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ফোর্স শুক্রবার রাতে বিশেষ অভিযান ডিউটি করা কালে শ্যামনগর থানাধীন আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়া গ্রাম হইতে ৪০ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে।আটককৃত ব্যক্তি উত্তর আটুলিয়া গ্রামের মুনসুর আলী গাজীর পুত্র জাহাঙ্গীর আলম টুটুল(৩৯)। শুক্রবার সকালে তাকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানাযায়।