
দেবহাটা ব্যুরো: দেবহাটার বিভিন্ন এলাকার জনসাধারনের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। শুক্রবার বিকালে উপজেলার পাঁচপোতা, রতেœশ্বরপর, ঘলঘলিয়া, ভাঁতশালা ও টাউনশ্রীপুর বাজার সহ পাশ্ববর্তী বেশ কয়েকটি এলাকা পরিদর্শন ও এলাকার স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় কালে প্রত্যেকটি এলাকার জনসাধারনদের কাছ থেকে সুবিধা, অসুবিধা ও এলাকার উন্নয়নে কি কি প্রকল্প প্রয়োজন সেগুলো শুনে বাস্তবায়নের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।