
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে নিলিমা খাতুন (ছদ্মনাম)। প্রেমিক সাইফুলকে বিয়ে করার আশায় নিলিমা খাতুন (ছদ্মনাম) নড়াইল জেলার কালিয়া উপজেলা কলাবাড়ি এলাকা থেকে চলে আসেন শ্যামনগর উপজেলায়। এদিকে, নিলিমা খাতুন (ছদ্মনাম) কে জোরপূর্বক ধর্ষন করেছে প্রতারক সাইফুল ও তার বন্ধু। অচেতন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় নিলিমা খাতুন (ছদ্মনাম) কে ভর্তি করা হয়েছে শ্যামনগর হাসপাতালে।
সাইফুল ইসলাম (২৪) শ্যামনগর উপজেলার মুন্সিগজ্ঞ ইউনিয়নের ছোট ভেটখালি গ্রামের বক্কার চৌকিদারের ছেলে ও এক পুত্র সন্তানের জনক। নিলিমা খাতুন (ছদ্মনাম) (২৪) নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের নারী ও এক কন্যা সন্তানের জননী।
জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে সাইফুল ও নিলিমা খাতুন (ছদ্মনাম) এর। বিয়ের আশ্বাস দিয়ে নিলিমা খাতুন (ছদ্মনাম) কে গত বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শ্যামনগরে নিয়ে আসেন সাইফুল ইসলাম। সাইফুল তার এক বন্ধুর বাড়িতে রাখেন নিলিমা খাতুন (ছদ্মনাম) কে। সেখানে রেখে দুই দিন জোর পূর্বক টানা ধর্ষণ করে সাইফুল ও তার বন্ধু মেহেদী।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় মুন্সীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর সরদার মোবাইলে কথা বলেন মেয়ের পরিবারের সদস্যসের সঙ্গে। নিলিমা খাতুন (ছদ্মনাম) এর স্বামী জানিয়েছেন, আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। শিশু সন্তানটি মাকে না পেয়ে কান্নাকাটি করছে। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর সরদার জানান, নিলিমা খাতুন (ছদ্মনাম) এর পরিবারের সদস্যরা না আসলে এর থেকে বিস্তারিত কিছু বলতে পারবো না।
অন্যদিকে, মুন্সিগজ্ঞ ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য সেলিনা সাঈদ জানান, অচেতন অবস্থায় নিলিমা খাতুন (ছদ্মনাম) কে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছি। সেখানে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত সময়ের মধ্যে শ্যামনগর আসবেন বলে জানিয়েছেন।
এদিকে, প্রতারক প্রেমিক সাইফুল ইসলাম বলেন, মোবাইলের মাধ্যমে নিলিমা খাতুন (ছদ্মনাম কে শ্যামনগরে ডেকেছিলাম। নিলিমা খাতুন (ছদ্মনাম) কে নিয়ে আমার এক বন্ধুর বাড়িতে নিয়ে রাত্রিযাপন করেছি। এটুকু বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তাকে আর ফোনে পাওয়া যায়নি।
এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ঘটনাটি শুনেছি। এখনো কেউ অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।