
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে কর্তন নিষিদ্ধ গরান কাঠ কাটার অভিযোগে তিন জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন ষ্টেশন অফিসের সদস্যরা। শনিবার(১১মার্চ) সকাল নয়টার দিকে সুন্দরবনে সাপখালি খাল থেকে নৌকা ভর্তি কাঠসহ ওই তিন জেলেকে আটক করা হয়।
আটক তিন জেলে হলেন, শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সোহরাব সরদারের ছেলে তরিকুল, রশিদ গাজীর ছেলে বেলাল গাজী ও সিদ্দিক খানের ছেলে সাইফুল খান।
বুড়িগোয়ালিনী বন ষ্টেশন অফিসার (এসও) নুর আলম জানান, সুন্দরবনে কাঠ কাটার খবর গোপনে জানতে পেরে তার নেতৃত্বে বন কর্মীরা জেলেদের আটক করে। এসময় জেলেদের অবৈধ একটি নৌকা, দা, কুড়াল এবং কর্তন নিষিদ্ধ ২৫০টি গরান কাঠ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।