
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার ও উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছে সৌদি আরব। মস্কোর সঙ্গে সব পর্যায়ে সম্পর্ক জোরদার করবে রিয়াদ।
বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে প্রিন্স ফয়সাল বলেন, ‘আমি আজকের আলোচনার অপেক্ষায় রয়েছি যা যৌথ দৃষ্টিভঙ্গি এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে সমর্থন করে। আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের সম্পর্কের মধ্যে সবসময়ই নতুন কিছু থাকে, আমরা সব স্তরে শক্তিশালী ও উন্নয়ন করতে চাই।’
সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের ওপর যে চ্যালেঞ্জগুলো প্রভাব বিস্তার করছে সেগুলোর বিষয়ে তিনি ল্যাভরভের সঙ্গে আলোচনা করেছেন এবং তারা আন্তর্জাতিক সঙ্কট নিয়েও মত বিনিময় করেছেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, বাণিজ্য, অর্থনীতি এবং বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে ‘স্থায়ী ও পারস্পরিক’ সমন্বয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন।
তিনি বলেছেন, ‘আমরা সবসময় রাশিয়া ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে একমত।’