
স্পোর্টস ডেস্ক:
শুধু প্রধান কোচ জোনাথন ট্রট ও ফিল্ডিং কোচ রায়ান ম্যারনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক পেসার উমর গুলের অধ্যায় শেষ হয়েছে এই বছরের শুরুতে। তার জায়গায় সাবেক ফাস্ট বোলার হামিদ হাসানকে নিযুক্ত করলো আফগানিস্তান।
পাকিস্তানের বিপক্ষে এই মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে যাচ্ছে হামিদের প্রথম অ্যাসাইনমেন্ট। তার সঙ্গে চুক্তি এক বছরের। এসিবি তার উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘গত দুই-তিন দশক ধরে আমার জীবন ছিল ক্রিকেট। এমনকি আমার সারা জীবনের ভালোবাসার জায়গা ছিল এটি। আমার প্রিয় খেলা থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়া ছিল কঠিন, কিন্তু আমি আমার দেশ ও দলের ভালোর জন্য এটা করছি।’
২০২২ সালের অক্টোবরে হামিদ তার শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন। বিশ্ব মানচিত্রে আফগানিস্তানের ক্রিকেটকে পরিচয় করে দেওয়া প্রথম আন্তর্জাতিক ক্রিকেট দলের একজন ছিলেন তিনি। সবশেষ জাতীয় দলের জার্সি পরেন ২০২১ সালে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ইনজুরির প্রবণতায় তাকে ক্যারিয়ার ছোট করে ফেলতে হয়।
২০১৯ সালের বিশ্বকাপে শেষ ওয়ানডে খেলেন হামিদ। ৩৮ ওয়ানডে খেলে ৫৯ উইকেট নেন তিনি। আর ২৫ ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে পান ৩৫ উইকেট।