
কিশোর কুমার: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নে প্রকাশ্যে মাতৃত্বকালীন ভাতা কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত সরুলিয়া ইউপি কার্যালয়ে এ কার্ড বিতরণ করা হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইকবাল হোসন, তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম সরাসরি উপস্থিত থেকে গর্ভবতী মহিলাদের ৭৯টি কার্ড প্রদান করেন। সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে গর্ভবতী মহিলারা এসে সরাসরি এ কার্ড সংগ্রহ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা খানম পাঁপড়ী, ৩নং সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমূখ।