
নিজস্ব প্রতিবেদক: ২০১৯-২০ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছে তাসমিয়া তাবাসসুম তন্বী। মঙ্গলবার ঘোষিত ফলাফলে তন্বী ১০০ নম্বরের মধ্যে ৭৫.৫০ পেয়ে উত্তীর্ণ হয়।
তাসমিয়া তাবাসসুম তন্বী সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পীর কন্যা। মা হোসেনেআরা খাতুন একজন সরকারি চাকুরীজীবী।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে তন্বির মেধা তালিকায় ৬২৮। মেধা স্কোর ২৭৫.৫০। শহীদ সোহারাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে তন্বী।
তন্বীর বাবা সাংবাদিক মমতাজ আহম্মেদ বাপ্পী জানান, তন্বী সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী। মেডিকেলে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। তন্বী যেন মেডিকেলে লেখাপড়া শেষ করে ভালো মানুষ ও ভালো একজন ডাক্তার হতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চাই।