আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কেরালার মন্দিরের আচার-অনুষ্ঠান পালনে জীবন্ত হাতির পরিবর্তে এখন ব্যবহার করা হবে মস্ত বড় ‘রোবট হাতি’।
ভারতের কেরালার মন্দিরগুলোতে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের প্রধান অনুষঙ্গ হাতি। নিরাপত্তার স্বার্থে সুসজ্জিত এসব হাতিকে শেকলে বেঁধে রাখা হয়। আর বন্যপ্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের কারণে তীব্র ক্ষোভ জানিয়ে আসছিলেন প্রাণী অধিকারকর্মীরা।
যেকোনো উৎসবে জীবন্ত প্রাণীর ব্যবহার বন্ধের অংশ হিসেবে এই ‘রোবট হাতি’ স্থাপন করেছে ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপ্পিলি শ্রী কৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ।
পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস (পেটা) ইন্ডিয়া এবং অভিনেত্রী পার্বতী থিরুভোথু মন্দিরকে এই রোবট হাতিটি উপহার হিসেবে দিয়েছেন।
বর্তমানে ভারতে প্রায় ২ হাজার ৫০০ বুনো হাতি বন্দী অবস্থায় আছে। এর প্রায় ৫ ভাগের একভাগই রয়েছে কেরালায়।
সূত্র: বিবিসি