
নজরুল ইসলাম, তালা থেকে:
তালায় তিন দিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারাপ্রাপ্ত) রুহুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) চৌধুরি রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস প্রমূখ। তিন দিন ব্যাপি মেলাটি ২৭ শে ফেব্রুয়ারী থেকে ২৯ শে ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।