
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা এলাকার ওয়ারিয়া মসজিদ মোড়ে কভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দশজন আহত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতরা কলারোয়ার বিভিন্ন ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আসা কভার্ড ভ্যানটির চালক নামাজের জন্য ওয়ারিয়া মোড়ে গাড়িটি সড়কের পাশে রেখে মসজিদে নামাজ আদায় করতে যান। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারে। এ ঘটনায় কেউ নিহত হয়নি। তবে কিছু যাত্রী আহত হয়েছে। বর্তমানে সন্ধ্যায় এরিপোর্ট লেখা পর্যন্ত সড়ক থেকে দূর্ঘটনা কবলিত কভার্ড ভ্যান ও বাসটি সড়ক থেকে অপসারণের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।