
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উত্তর আয়ারল্যান্ডের জন্য একটি নতুন ব্রেক্সিট চুক্তিতে চূড়ান্ত আলোচনা করবেন বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট। খবর বিবিসির।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং উরসুলা ভন ডার লেইন বার্কশায়ারে চুক্তির জটিল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন।
যুক্তরাজ্য বিদ্যমান চুক্তিটি পরিবর্তন করতে চাইছে। আলোচনায় উত্তর আয়ারল্যান্ডে অচলাবস্থা কাটাতে পারে কি না এবং ব্রিটেনেও সমালোচকদের শান্ত করতে পারে কিনা, সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে৷ আলোচনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকে বিষয়টি চূড়ান্ত করতে পারেন৷
এর আগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, যুক্তরাজ্য এবং ইইউ চুক্তির কিছু পরিবর্তন জরুরি এবং এরপর ইইউ তাদের সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে।
এরইমধ্যে ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক এবং ভন ডের লেয়েনের মধ্যকার আলোচনা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেছে।