
স্টাফ রিপোর্টার, দেবহাটা:
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দক্ষিন কুলিয়া এলাহি বক্স দাখিল মাদ্রাসার সুপার আঃ কুদ্দুসের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সুপার ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যদের তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো কাজ করার অভিযোগে ম্যানেজিং কমিটির সভাপতি কুলিয়া ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়, ০৮/০২/২০২৩ ইং তারিখে ম্যানেজিং কমিটির জরুরি মিটিং এর আহবান করা হয়। উক্ত মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত সমূহ নিজের ক্ষমতা বলে মাদ্রাসা সুপার রেজুলেশনে লেখেননি ও অনুমোদন করাননি। তাছাড়া ২৩/০২/২০২৩ইং তারিখে সভাপতি পুনরায় ম্যানেজিং কমিটির মিটিংয়ের আহ্বান করিলে উক্ত মিটিংয়েও মাদ্রাসা সুপার ও অফিস সহকারী মিটিং অমান্য করে অত্র প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে। সে কারনে মাদ্রাসার সভাপতি ম্যানেজিং কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অমান্য কারী ও অদ্য মিটিংয়ে অনুপস্থিতের কারন দর্শনের জন্য মাদ্রাসা সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।