ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক:
ডুমুরিয়ায় কতিপয় প্রভাবশালী চিংড়ি চাষী অবৈধ ভাবে বেঁড়ীবাঁধ কেটে লবণ পানি তুলে চলতি বোরো মৌসুমের ফসলের ক্ষেত নষ্ট করার পায়তারার প্রতিবাদে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার সাহস ইউনিয়নের বাঁশতলা ও লতাবুনিয়া গ্রাম দু’টির শতাধিক এলাকাবাসী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে বিক্ষোভকারিরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লবন পানি বন্ধের দাবীতে স্মারক লিপি প্রদান করে।
লিখিত স্মারক লিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, আম্পান ঝড়ে গ্রাম দু’টির বেঁড়ি বাঁধ ক্ষতি গ্রস্থ হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মান করা হয়। এর পর এলাকাবাসী চলতি মৌসুমে ইরি বোরো ধানের চাষাবাদ শুরু করেন । স্থানীয় সাবেক ইউপি সদস্য শংকর গাইন বলেন বিল দুটিতে প্রায় ১১শ বিঘা ধান চাষের যোগ্য জমি রয়েছে।
ইতোমধ্যে প্রায় ২শত বিঘা জমিতে ধান রোপন শেষ হয়েছে। এর মধ্যে একই ইউনিয়নের সাহস গ্রামের চিংড়ি চাষী সবিনয় রায়, আশোক কুমার ভদ্র, মোঃ আব্দুর রশিদ গাজী, মোঃ জাহিদ গাজী ও বরুন মন্ডল, পার্শ্ববতী ঘ্যাংরাইল নদী থেকে খাল ও সদ্য নির্মিত বাঁধ কেটে ধানের ক্ষেতে রাতে আঁধারে লবন পানি তুলে চিংড়ি চাষের পায়তারা করছে। মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য প্রশান্ত মল্লিক, কমলা রায়, বনমালি মল্লিক, শংকর প্রসাদ গাইন, সুশিল কুমার বালা, দীনবন্ধু মন্ডল প্রমুখ।