
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের খানপুর মানবিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ ওমর ফারুকের নির্দেশনায় মানবিক ফাউন্ডেশনের সক্রিয় স্বেচ্ছাসেবী কর্মীরা ভুরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছে। সংগঠনের কর্মীরা রবিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় আত্মমানবতার খানপুর মানবিক ফাউন্ডেশনের পক্ষে নগদ অর্থ প্রদানের জন্য মাজাট অনন্তপুর যমুনার পারে বসবাসকারী প্রতিবন্ধী অসুস্থ ও হতদরিদ্র পরিবারে প্রধান মোঃ আলমগীর হোসেন মোল্লাকে নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন যাহাজঘাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আদম আলী। তিনি বলেন, সংগঠনটি মহাৎ মানবিক উদ্যোগে এগিয়ে আসার জন্য আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই। মৃত্যু মকবুল মোল্লা পুত্র মোঃ আলমগীর হোসেন আজ দীর্ঘ ২০ বছর এই যমুনা পাড়ে বসবাস করেন এবং তিনি একজন খুবই অসুস্থ ব্যক্তি। এই সংগঠনটি বিপদের সময় তার পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা একটি মহৎ কাজ।
এবিষয়ে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু বলেন, খানপুর মানবিক সংগঠনের সদস্যরা আমরা মাজাট অন্তপুর যমুনার পারে বসবাসকারী অসুস্থ আলমগীরের দুঃসময়ে নগদ অর্থ প্রদান করেছে। বিষয়টি আমি শুনেছি। তাকে নগদ অর্থ প্রদান করায় আমি অত্যন্ত খুশি। খানপুর মানবিক ফাউন্ডেশন সঠিক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই পরিবারে একজন প্রতিবন্ধী আছে। আমার পরিষদের পক্ষ থেকে প্রতিবন্ধীকে ভাতার কার্ড করে দিয়েছি। যমুনার নদী খননের জন্য প্রায় যমুনার খনন কাজ দেখতে যাওয়া পড়ে। তখন যমুনার পাড়ের প্রায় মানুষ অসহায় আলমগীর কথা বলে। এবষিয়ে আমার মাথায় আছে। অসুস্থ বাক্তির পাশে এসে সাহায্য হাত বাড়ানোর জন্য সংগঠনের সকলকে সাধুবাদ জানাই। এসময় উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার মোঃ মোবাশ্বের হোসেন, মোঃ সিরাজুল ইসলাম বাবু, মোঃ ফিরোজ হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম সরদার প্রমুখ।